রাজধানীর যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় শুরু হয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ১১তম জাতীয় কাউন্সিল। ইতোমধ্যে সারাদেশের মজলিসে উমুমির সাড়ে চার হাজার সদস্য উপস্থিত হয়েছেন।
আজ শনিবার (৭ অক্টোবর) বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কাউন্সিল শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় আছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সভায় বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান মাওলানা উবায়দুর রহমান খান নদভী। উদ্বোধনপূর্ব আরও বক্তব্য রেখেছেন, কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সাজিদুর রহমান।
কাউন্সিলে উপস্থিত হয়েছেন, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, ঢালকানগর মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, মুফতী মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আনাস মাদানী, মাওলানা মনীরুজ্জামানসহ দেশের শীর্ষ আলেম ও মাদরাসার মুহতামিমগণ প্রমুখ।
জানা গেছে, সবার কাছে সরাসরি আমন্ত্রণপত্র, ভয়েস রেকর্ড ও মোবাইল এসএমএস পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকের বরাতে এই দাওয়াত করা হয়েছে।