বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কাশ্মিরে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে সহকর্মীদের দিকে গ্রেনেড ছুঁড়লেন ভারতীয় সেনা কর্মকর্তা

ভারত শাসিত কাশ্মীরে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে সহকর্মীর দিকে গুলি ও গ্রেনেড ছুঁড়ার অভিযোগ উঠেছে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় কারো মৃত্যু না হলেও জখম হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজৌরির থানামান্ডি এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনার পেছনে ব্যক্তিগত ইস্যু ছিল। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য সেনা কর্মকর্তাদের ধারণা মেজর প্রথমে শূন্যে গুলি চালিয়েছিলেন। পরে তিনি নিশানা করেন সহকর্মীদের দিকে।

এদিকে গুলির আওয়াজ শুনেই রেজিমেন্টার মেডিকেল অফিসার দ্রুত ছুটে যান এলাকায়। এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তাও সেখানে ছুটে যান। এরপর ওই মেজর গ্রেনেড ছুঁড়তে শুরু করেন বলেও অভিযোগ উঠেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img