বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল জয়ের ঘোষণা দিয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জুরিদের পক্ষ থেকে বলা হয়, জন ফসে তার নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে প্রকাশ করা যায় না এমন কিছু লিখিতভাবে তথা সাহিত্যকর্মে তুলে ধরেছেন।

তিনি ২৯ সেপ্টেম্বর, ১৯৫৯ সালে নরওয়ের হাউজসুন্ডে জন্মগ্রহণ করেন। ২৪ বছর বয়সে ১৯৮৩ সালে উপন্যাস রাউডত, সভারত প্রকাশিত হয়। এসব উপন্যাসের থিম ছিল আত্মহত্যা যা তার পরবর্তী কর্মগুলোতেও স্থান পায়।

নোবেল বিজয়ের পর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফসে বলেন, আমি অভিভূত এবং কিছুটা ভীতও বটে।আমি এটিকে সাহিত্যের জন্য একটি পুরষ্কার হিসাবে দেখি। অন্য কোনো বিবেচনা ছাড়াই সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম এবং সর্বাগ্রে সাহিত্য হতে চায়।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার জয় করলেন জন ফসে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img