বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন প্রতিবাদ করছি, পরে প্রতিরোধ করব। পদে পদে প্রতিরোধ করে এই সরকারকে বিদায় করব।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সোয়াগাজীতে চট্টগ্রাম অভিমুখী রোড মার্চের পথসভায় এসব কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, যখন ডাক আসবে বাংলাদেশের কোনো রাস্তা খালি রাখা যাবে না। মানুষের দখলে থাকবে রাজপথ।
আমীর খসরু বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশের মানুষ রাস্তা দখল করে ফেলেছে। কেউ ঘরে ফিরে যাবে না। রাজপথেই ফয়সালা হবে। তারা বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে। বহু মানুষকে গৃহহারা করেছে। তারপরও আমরা অসহিষ্ণু আন্দোলন করে যাচ্ছি। তারপরও যদিও দলীয় আইনশৃঙ্খলা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে করে, তাহলে প্রতিরোধ করব। কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করছি। এ সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভোটচুরির প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অতি শিগগিরই ডাক আসবে। প্রস্তুত থাকুন। তখন আমাদের ঠিকানা হবে শুধুই রাজপথ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।