ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকারের একগুঁয়েমী মনোভাব
দেশ অনিবার্য সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে। বিদ্যমান সংকট নিরসনে ইসলামী আন্দোলনের আমীর যে শান্তিপূর্ণ ও যৌক্তিক প্রস্তাব দিয়েছেন তা বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক ও ফলপ্রসূ সমাধান। নির্বাচনের পূর্বেই সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া এবং চ.জ. পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন প্রবর্তন হলে রক্তপাত, মারামারি, হানানহানি ও সংঘাতমুক্ত পরিবেশে কালোটাকা ও পেশীশক্তি প্রদর্শন ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
আজ বুধবার (৪ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার ২০১৪ ও ২০১৮ সালের পথেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপকৌশল বেছে নিয়েছে। নাম ও সাইনবোর্ড সর্বস্ব অখ্যাত কিছু ভুঁইফোড় ও সংগঠনকে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে অংশগ্রহনমূলক নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে উঠেপড়ে লেগেছে। যা দেশের জন্য একটি অশনিসংকেত। এটা হবে আত্মঘাতি ও তৃতীয় শক্তির উত্থানের পথ সুগম করবে।
তিনি বলেন, ভোটাধিকার উদ্ধারের আন্দোলনরত বিরোধী দলসমূহের কর্মসূচির মধ্যে পুনরায় সরকারি দল কাউন্টার কর্মসূচি দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে। তিনি সরকারকে ক্ষমতায় মোহে অন্ধ না হয়ে গণদাবী মেনে নেয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা ও অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মালানা নূরুল ইসলাম আল-আমিন, জিএম রুহুল আমিন, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, নুরুল করীম আকরাম প্রমুখ।