বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

এই অঞ্চল থেকে ভবিষ্যতে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা নেই : আমীর খসরু

জনগণ এখন এই সরকারের পতনের দিন গুনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ধানাই-পানাই অনেক করেছেন আর করতে দেওয়া হবে না। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই গোলাপগঞ্জ-ফরিদপুরেই আওয়ামী লীগ অনেক সিট পাবে না। এই অঞ্চল থেকে ভবিষ্যতে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাদের সাথে কেউ নেই। দেশেও নেই, বিদেশেও নেই।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সরকার পতনের এক দফা দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগ এ রোডমার্চের আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা এখন হাটে মাঠে ঘাটে যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে ‘আর কয়দিন?’ এর মানে কী? মানে হলো এই সরকারের পতন হয় না কেন, এই সরকার আর কয়দিন ক্ষমতায় থাকবে? জনগণ এখন এই সরকারের পতনের দিন গুনছে। অনেকে ঘণ্টাও গুনছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বিগত ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে যা দেখিয়েছে আমি এর নাম দিয়েছি ভোট চুরির প্রকল্প। নির্বাচনে জিততে এই ভোট চুরির প্রকল্পই তার একমাত্র ভরসা। শেখ হাসিনার এই ভোট চুরির প্রকল্পে দুর্নীতিবাজ দলীয় কিছু কর্মকর্তা আছেন, আছেন দলীয় কিছু পুলিশ, লুটেরা ব্যবসায়ী ও কতগুলো রাজনৈতিক দুর্বৃত্ত।

তিনি বলেন, আওয়ামী লীগের এই সরকারকে আমি সরকার মনে করি না। এটা একটা ‘রেজিম’। এই সরকার নতুন করে এবার আরেকটা ভোট চুরির প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এবার তারা সফল হবে না। বিদেশের যে গণতান্ত্রিক দেশগুলো আছে, এমনকিও জাতিসংঘও বলছে বাংলাদেশে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। অতএব তত্ত্বাবধায়ক সরকার। বিদেশিরা তো আর তত্ত্বাবধায়ক সরকার বলবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img