বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আবার বড় পরিসরে হামলা শুরু করেছে ইসরাইল; শহীদ ৮ ও আহত অর্ধশতাধিক

সম্পূর্ণ পশ্চিম তীর দখলে নিতে আবার বড় পরিসরে অভিযান শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (৩ জুলাই) পশ্চিম তীরের জেনিন শহর ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে স্থল ও আকাশপথে অভিযান শুরু করে অবৈধ রাষ্ট্রটি।

অভিযানে এখন পর্যন্ত ৮ জন শহীদ ও অর্ধশতাধিক নিরীহ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ভারী অস্ত্রশস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক ফাইটার হেলিকপ্টার, ড্রোন ও স্থল যুদ্ধযান ব্যবহার করছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা।

এছাড়া গ্রেফতার অভিযানে ২০ জন ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় নৃশংস হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত দেশটির বাহিনী।

পশ্চিম তীর সম্পূর্ণরূপে দখলে ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২০টি সামরিক অভিযান পরিচালনা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে নিরীহ ফিলিস্তিনি নারী-শিশুর পাশাপাশি শত শত পুরুষেরও হতাহতের ঘটনা ঘটে।

তবে ২০০২ সালের পর জেনিন ও পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকায় আজকের অভিযানটিকে এযাবতকালের সবচেয়ে বড় অভিযান বলে গণ্য করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা নেট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img