বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ভারতে গরু-রক্ষার নামে বাড়ছে মুসলিম হত্যা, দোষীদের হয় না কোন শাস্তি

ভারতে গরু রক্ষার নামে মুসলিম হত্যা বাড়ছে বলে জানিয়েছে দেশটির ‘সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেক্যুলারিজম’ নামের একটি সংগঠন।

সংগঠনটির একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে, ভারতে গরু রক্ষকদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ মামলা নথিভুক্ত হওয়া সত্বেও দোষীদের আটক করা হচ্ছে না। এছাড়া আটক করা হলেও হামলার শিকার হওয়া ব্যক্তিদের প্রায়ই ভয় দেখিয়ে চুপ করে রাখা হয়। পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি প্রদান করা হয়।

গত ২৫ জুন ভারতের নাসিকে একটি কুখ্যাত গরু রক্ষক দলের আক্রমণের শিকার হন জহির আনসারি ও আসিফ হোসেন নামে দুই মুসলিম। এ আক্রমণের ফলে তাদের মধ্যে একজন নিহত ও অন্যজন মারাত্মকভাবে আহত হোন। এ ঘটনা পুনরায় ভারতীয় সংখ্যালঘু নির্যাতনের চিত্রকে  সামনে নিয়ে এসেছে। এছাড়াও গত মাসে লোকমান আনসারী নামক একজন মুসলিমকে গরু রক্ষকরা অপহরণ করে। অতঃপর চার দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ।

মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের হত্যাকান্ড বেড়েই চলেছে ভারতে। যদিও রাজনৈতিক দলটি এ বিষয়টি অস্বীকার করে আসছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন ডকুমেন্টেশন অফ দ্য অপ্রেসড (ডিওটিও) ও হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিরুদ্ধে শত শত ঘটনার প্রমাণ হাজির করেছে।

এসব মানবাধিকার সংগঠনগুলোর দাবি, রাষ্ট্রীয় সুরক্ষা ও সামাজিক সমর্থন এসব গোরক্ষক দল সংগঠনগুলোকে উৎসাহিত করছে। যার ফলে তারা বিচার অথবা আইনের তোয়াক্কা না করেই মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য বস্তুতে পরিণত করছে।

সূত্র: ইয়ানি সাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img