আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। টানা ছয় সপ্তাহ চলা এ সংঘাতে আরো ১০০ জনের বেশি সেনা নিখোঁজ রয়েছে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আজারবাইজানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
এর আগে ১৯৯০ এর দশকে নাগোরনো-কারাবাখ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। আর সে যুদ্ধে নাগার্নো কারাবাখ দখল করে নিয়েছিল আর্মেনিয়ার সন্ত্রাসীরা।
সেপ্টেম্বরের পর থেকে নাগোরনো-কারাবাখে যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি দেশটি।
এদিকে আর্মেনিয়া তাদের সামরিক বাহিনীর নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি। তবে নভেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩১৭ জন সেনা সদস্য নিহতের কথা জানিয়েছিলেন।
১০ নভেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এ চুক্তিতে মধ্যস্থতা করে রাশিয়া। এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি দখল করে রেখেছিল আর্মেনিয়ার সন্ত্রাসীরা।
সূত্র: আলজাজিরা