শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো পোল্যান্ডে; নিহত ২

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর জরুরি বৈঠকে বসেন পোল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠক শেষে সকলকে শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে ইউক্রেন সীমান্তের সঙ্গে লাগোয়া পোল্যান্ডের পিওদো গ্রামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি এতে দুইজন নিহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবারের মতো ন্যাটোভুক্ত কোনো দেশে গিয়ে পড়ল রাশিয়ার ক্ষেপণাস্ত্র।

ক্ষেপণাস্ত্র পড়ার পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জরুরি বৈঠক ডেকেছেন। তাছাড়া জি-৭ জোট ও জাতিসংঘও বৈঠক ডেকেছে।

সূত্র: এপি।
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img