পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে জানা যায়, এসব কর্মকর্তাকে জেলা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), অ্যান্টি টেররিজম ইউনিট, পুলিশ সদরদফতর, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাব, বিশেষ শাখা (এসবি), হাইওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টার, এপিবিএন ও পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।