বুধবার, মে ১, ২০২৪

এমপি মোকতাদিরের হিজাব নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ করলেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

এস এম সাইফুল ইসলাম|


ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর “হিজাব” নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ-এর আমির মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা হতে দেখা যায়। যেখানে সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, যারা পড়াশোনা বা জ্ঞান অর্জন করে তা্রাই আলেম। আমি নিজেও আলেম। আলেম বলে আলাদা কোন গোষ্ঠী নেই।’

বক্তব্যের একাংশে নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি চ্যালেঞ্জ করে বলেন, হিজাব কেউ ইচ্ছাকৃতভাবে পরতে পারে কিন্তু হিজাব পরার জন্য কাউকে বাধ্য করা যাবেনা। ইসলামে হিজাব পরার নির্দেশ দেখাতে পারলে আমি তার কাছে তওবা করে মুসলমান হবো।

এমপি মোকতাদিরের চ্যালেঞ্জ গ্রহণ করে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ‘যেহেতু উলামায়ে কেরামের কাছে এমপি মোকতাদির চ্যালেঞ্জ করেছেন, তাই আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার কিভাবে চ্যালেঞ্জে বসবেন সেটা তিনিই নির্ধারণ করুক।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img