হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ফেনী লালপোল সুলতানিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মাদ সালাহউদ্দীন জাহাঙ্গীর।
এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মুফতী মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমী ফেনী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম ছিলেন। সর্বদা তিনি হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে হেফাজতে ইসলামের ব্যানারে ফেনী জেলাতে আলেম-উলামাদের শক্তিশালী যে অবস্থান তৈরি হয়েছিলো, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ফেনী জেলাসহ সারা দেশে যে শূন্যতা হয়েছে তা পূর্ণ হওয়ার নয়। আমি দুয়া করি আল্লাহ যেনো মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমীন।
উল্লেখ্য; বুধবার দিবাগত রাত ১১: ৫০-মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মুফতী মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।