রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ৬৩৪ কোটি টাকা দেবে তুরস্ক

আগামী দুই বছরে আফগানিস্তানকে ৭৫ মিলিয়ন ডলার দেবে তুরস্ক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৬৩৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেনেভায় আফগানিস্তান কনফারেন্সে তুরস্ক এ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনেভার এ সম্মেলনে অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হাকান তেকিন।

তিনি বলেন, প্রকল্পের আলোকে আফগান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশটিকে ৭৫ মিলিয়ন ডলার দেবে তুরস্ক।

হাকান তেকিন বলেন, আফগানিস্তানের শান্তি ও উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বার্থ ক্লিনিক, শিক্ষা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মসজিদগুলিকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। ফলে আমরা জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির জন্য আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img