মাহবুবুল মান্নান
দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চটগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, হাদিস বিশারদ মাওলানা আহমদুল্লাহ কাসেমী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম এশিয়ান হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।
তিনি বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ,হার্ট ও পেসারসহ নানা রোগে ভুগছেন।অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামেয়া জিরির মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা খোবাইব।
তিনি ইনসাফকে জানিয়েছেন,মাওলানা আহমদুল্লাহ কাসেমী জামেয়াতে কয়েক যুগ ধরে দক্ষতার সাথে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন।
মাওলানা খোবাইব তাঁকে এশিয়ান হাসপাতালে দেখতে যান,তাঁর চিকিৎসার খোঁজখবর নেন ও তাঁর শয্যাপাশে কিছুক্ষণ কাটান।তাঁর জন্য দোয়া করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ ও মাওলানা রহিম উল্লাহ প্রমুখ।