শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ড. কামালকে ইমাম মেনে বিএনপির চিন্তা-ভাবনা ধূলিসাৎ হয়ে গেছে : মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির মতো একটা জনপ্রিয় দল, সেই দল থেকে গিয়ে ড. কামাল হোসেনকে আমাদের ইমাম বানিয়েছিলাম। কিন্তু নির্বাচন ঘোষণার পর তিনি বললেন, তিনি নির্বাচনই করবেন না। এই যে নির্বাচন করবেন না, সেখানে এই ফ্রন্টে আমরা এতো কষ্ট করে যে রূপরেখা তৈরি করেছিলাম, ওই রূপরেখা আমাদের সব ভবিষ্যৎ চিন্তা-ভাবনা সেদিনই সব ধূলিসাৎ হয়ে গেছে। ফলে বিএনপির মতো একটি দলকে এই ফ্যাসিবাদ সরকার ৫ না, ৬টা আসন দিয়ে বিদায় করে দিয়েছে।

আজ বুধবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘সরকার ইভিএমে নির্বাচন করতে চায় কেন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ হোসেন বলেন, বিএনপি এখন সব দলের সঙ্গে যাচাইপূর্বক কথা বলে এমন কিছু করতে চায়, যাতে বাংলাদেশের জন্য আবার সে রকম বিপর্যয় না আসে। আমরা বলেছি, এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। আমাদের দৃঢ় বিশ্বাস এই সরকার আগামী ২৩ সালের নির্বাচন করে যেতে পারবে না।

তিনি বলেন, সরকার বিরোধী অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। তাদের মতামত নিয়ে আমরা এটা সমৃদ্ধ করতে চাই। সেজন্য এখনও সেই রূপরেখা জনগণের সামনে আসেনি। আজকেও আমাদের মহাসচিব একটি দলের সঙ্গে আলোচনা করছেন। এই আলোচনা শেষে অবশ্যই আমরা দেশে একটা মঞ্চ তৈরি করতে পারবো, নাকি আমরা যুগপৎ আন্দোলন করতে পারবো, এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। একটা রূপরেখা সবার মতামতে তৈরি হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img