মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

করোনায় বিশ্বব্যাপী আরও ৫ শতাধিক মৃত্যু; শনাক্ত ৪ লক্ষ

বিশ্বব্যাপী মহামারী করোনায় একদিনে আরও ৫ শতাধিক মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮০ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৫৫৭ জন।

এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ৫৪ কোটি ৯২ লাখ ৩ হাজার ৬২৯ জনে। অন্যদিকে মহামারী করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ৬৩ লাখ ৫১ হাজার ৮২ জনে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে করোনাভাইরাসে বিশ্ব জুড়ে শনাক্ত, রোগী, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আজকের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর সবচেয়ে বেশি মৃত্যু তাইওয়ানে।

তবে অবাক করা ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্য। ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৮২৭ এবং মোট মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৯২৭ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img