এক দিনে ২১ জনকে ফাঁসি দিয়েছে ইরাক সরকার। দেশটির সরকারের পক্ষ থেকে এসব ব্যক্তির দণ্ড কার্যকর করার বিষয়টি জানানো হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গত সোমবার (১৬ নভেম্বর) দেশটিতে গণহারে এসব মৃত্যুদণ্ডের সাজা প্রদান করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইরাকের দক্ষিণাঞ্চলের শহর সাসসিরিয়া অঞ্চলের কারাগারে এ গণমৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে, গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে দেশটিতে ক্রিয়াশীল মানবাধিকার সংস্থাগুলো। তারা স্পষ্টভাবে বলেছেন, ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে এ সাজা দেওয়া হয়েছে। কিন্তু ইরাকের প্রশাসন এসব বিচারকাজকে স্বচ্ছ বলে দাবি করছে।