ইনসাফ | নাহিয়ান হাসান
ফিলিস্তিনী কৃষকদের উপর নিজেদের হিংস্র কুকুর লেলিলে দিয়ে নির্মমভাবে নির্যাতন করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রবিবার (১৫ নভেম্বর) ফিলিস্তিনের ইয়াত্তা শহরে এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ইয়াত্তা শহরে কয়েকজন ফিলিস্তিনী কৃষক চাষাবাদের জন্য নিজেদের জমিতে প্রবেশ করতে চাইলে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসীরা তাদের উপর অমানবিক নির্যাতন চালায় এবং শেষমেশ তাদের উপর নিজেদের হিংস্র কুকুর লেলিয়ে দেয়।
অ্যান্টি-ওয়াল এবং স্যাটেলমেন্ট কমিটিগুলোর সমন্বয়ক রাতিব আল জাবুর ডাব্লিউএএফএকে জানান, ইসরাইলের হামলায় আক্রান্ত ফিলিস্তিনীরা হলেন ইয়াত্তা শহরের শাওহীন পরিবারভূক্ত। দৈনিক কৃষিকার্য ও মাটি খনন করে চাষাবাদের জন্য জমি প্রস্তুত করতে নিজেদের জমিতে প্রবেশকালে তারা এই অমানবিক নির্যাতনের শিকার হোন।
উল্লেখ্য,এই মৌসুমেই ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিন ভূখণ্ডের নাগরিকদের আয়ের সবচেয়ে বড় অংশ উপার্জিত হয়ে থাকে।
সূত্র:ডাব্লিউএএফএ