শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সিলেটে করোনা আক্রান্ত হয়ে এক দিনে ৩ জনের মৃত্যু

সিলেট জেলায় এক দিনে করোনা আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) রাতে বিভিন্ন সময়ে তাঁদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২১ মে) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত একটার দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন একজনের (৫৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি জেলার বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা টুকা গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে পল্লি চিকিৎসক হিসেবে কাজ করতেন।

এ ছাড়া বুধবার রাতে বালাগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ৪৬ বছর বয়সী এক পুরুষ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ (৫৫) মারা যান।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

এখন পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img