শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মোদি ক্ষমতায় থাকলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হবে: আমেরিকা

নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় থাকলে পাকিস্তানের সাথে সম্পর্কের আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা।

মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়, যত সময় যাবে ততই আরও খারাপ হবে ভারত-পাকিস্তান সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি এমন দাঁড়াবে, যে অচিরেই দুই দেশের মধ্যে টেনশন আরও বাড়তে পারে।

ওই রিপোর্ট অনুসারে, পাকিস্তানের সাথে ভারত একেবারে সম্মুখ সমরে হয়তো মুখোমুখি হবে না। কিন্তু তাদের পারস্পরিক টেনশন ক্রমেই বাড়বে, যার জেরে কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর স্বাধীনতাকামীদের হামলার সংখ্যা আরও বাড়বে।

প্রসঙ্গত, প্রতি চার বছর অন্তর আমেরিকার প্রশাসনের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল’ একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে সারা পৃথিবীতে কোন কোন দেশের মধ্যে টেনশন আরও বাড়তে পারে সে সম্পর্কে জানানো হয়।

এবারের রিপোর্টে আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার প্রসঙ্গও রয়েছে। তবে আলাদা করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা টেনশনের বিষয়ে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমলে পাকিস্তানের সাথে সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img