শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইসরাইলের পরমাণু কেন্দ্রের কাছে হামাসের রকেট হামলা

গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আস-কাসাম জানিয়েছে, তারা ইসরাইলি শহর ডাইমোনায় ১৫টি রকেট নিক্ষেপ করেছে। এই শহরেই রয়েছে ইসরাইলের প্রধান পরমাণু চুল্লি।

গ্রুপটি আরো জানিয়েছে, গাজা থেকে তাদের সর্বশেষ রকেট হামলার লক্ষ্য ছিল একটি ইহুদি বসতি। তারা অ্যাশদোদ নগরীকে টার্গেট করে আরো ৫০টি রকেট নিক্ষেপ করার দাবিও করেছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা অসত্যায়িত ফুটেজে দেখা যায়, ডাইমোনার দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।

বুধবার ডাইমোনা, অ্যাশদো, ও অ্যাশকেলনসহ আরো অনেক শহরে সতর্কতামূলক সাইরেন শোনা যায়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে বুধবার বিকেলে বিপুলসংখ্যক রকেট নিক্ষেপ করা হয়েছে। গত ৩৮ ঘণ্টাতেই নিক্ষেপ করা হয়েছে ১০৫০-এর বেশি রকেট।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ বুধবার বলেছেন, গাজায় হামাসকে পুরোপুরি স্তব্ধ না করা পর্যন্ত তারা বিমান হামলা অব্যাহত রাখবে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত গাজায় ৫৩ জন শহীদ হয়েছে, ৩২০ জন আহত হয়েছে। আর ইসরাইলে নিহত হয়েছে ছয়জন।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img