শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ঢাকার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে অনেক কিছু জড়িত : মেনন

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকা কেবলমাত্র রাজধানী হিসেবেই নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। ৪০০ বছরের ইতিহাস ঐতিহ্য। এসব ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে অনেক কিছু জড়িত।

বুধবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার সংলগ্ন ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ঢাকার ঐতিহ্য সংরক্ষণে মেয়র যে উদ্যোগগুলো নিয়েছেন তা অত্যন্ত সময়োচিত। কারণ এই ঢাকা কেবলমাত্র রাজধানী হিসেবেই নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। ছাত্রজীবনে আমরা এই রমনা গেট দিয়ে ঢুকতাম। ১৯৬২ সালের সেই সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় এখানে মিলিটারি এসে রেইড দিয়েছিল, যাতে করে আমরা অগ্রসর হতে না পারি। এখানেই মিলিটারিদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়েছিল। এছাড়াও এখানে ঐতিহাসিক তিন নেতার মাজার ও মসজিদটি রয়েছে, যেটাকে গরম মসজিদ বলে সবাই আমরা জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ মসজিদ।

এ উদ্যোগের ফলে ঢাকার ঐতিহ্য ফিরে আসবে বলে আশাবাদ জানিয়ে রাশেদ খান মেনন আরও বলেন, মুনতাসীর মামুন ঢাকা নিয়ে বহু কাজ করেছেন। আমি আশা করব যে, তার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই ঢাকার পুরনো ঐতিহ্যগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব। পৃথিবীর সব দেশেই ঐতিহ্য সংরক্ষণ একটি বড় বিষয়। আমরাই কেবল আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারছি না। আমি আশা করব, এর ফলে ঢাকার ঐতিহ্য ফিরে আসবে এবং ঢাকাবাসী আরও উপকৃত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img