শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মার্কিন ডলার ছাড়াও রিয়ালে লেনদেন করবে সৌদি আরব

সৌদি আরব এখন শুধুমাত্র ডলারের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য মুদ্রায়ও লেনদেন করবে। এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রায় লেনদেন করবে বলে ইতোমধ্যে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী মুহাম্মাদ আল-জাদান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশটির অর্থমন্ত্রী মুহাম্মাদ আল-জাদান সুইজারল্যান্ডের ডাভোসে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী ব্লুমবার্গ টিভি’কে বলেন, আমরা কিভাবে বাণিজ্যিক লেনদেন করব সেটা নিয়ে আলোচনার কোনো মানেই হয় না। আমরা মার্কিন ডলার, ইউরো অথবা সৌদি রিয়ালেও লেদলেন করতে পারি।

জাদানের বক্তব্য থেকে এই গুঞ্জন সত্য হতে পারে যে চীনের কাছে ইউয়ানে তেল বিক্রি করার পরিকল্পনা আছে রিয়াদের।

ডিসেম্বরে উপসাগরীয় সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরব নেতাদের বলেন, বেইজিং ইউয়ানে তেল-গ্যাস কেনার জন্য চাপ দিবে। এ থেকে বোঝা যায়, দেশটি চাচ্ছে তাদের মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হোক।

এদিকে অন্য উপসাগরীয় দেশগুলোর মতো সৌদি আরবও কয়েক দশক ধরে ডলারে বাণিজ্য করে আসছে।

সূত্র : মিডল ইস্ট আই
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img