শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তেহরিকে তালেবানের নেতা খালিদ বাল্টি আফগানিস্তানে নিহত

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জ্যেষ্ঠ নেতা খালিদ বাল্টি নিহত হয়েছেন। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে নিহত হন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তি খালিদ বাল্টি এটা নিশ্চিত। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাল্টি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তবে সূত্রটি এই তথ্য সম্পর্ক নিশ্চিত হতে পারেনি।

তেহরিকে তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাল্টি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। এই বিষয়টি মনে রাখা উচিত যে বর্তমানে মুফতি খালিদ বাল্টি টিটিপি’র কোন প্রকার দায়িত্বে নেই’।

খালিদ বাল্টি পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে জন্মগ্রহণে করেন। ৪০ ঊর্ধ্ব এই টিটিপি নেতা ২০১৪ সালে সংগঠনটির মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছর পাকিস্তান সেনাবাহিনী টিটিপির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। এতে অনেক টিটিপি নেতাকর্মী আফগানিস্তানে পালিয়ে যান।

সম্প্রতি টিটিপির আস্তানায় পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img