শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ধ্বংসস্তুত থেকে ৩৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো ৪ বছরের শিশু

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত ৭ হাজার ৮০০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও অনেকেই। জানা গেছে, তুরস্কে দুর্ঘটনার ৩৩ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গুল ইনাল নামের ওই চার বছরের শিশুটি ভূমিকম্পের সময় ৩ তলা ভবন ধসে প্রথম ফ্লোরে চাপা পড়েছিল। মঙ্গলবার ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুটিকে জীবিত উদ্ধারের পর উচ্ছ্বসিত অপেক্ষায় থাকা তার স্বজনরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভয়াবহ ভূমিকম্পের ফলে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর সিরিয়ার বেশ কয়েকটি শহর তছনছ হয়ে যায়। ২ হাজারের বেশি ভবন ধসে চাপা পড়ে বহু মানুষ।

ঠান্ডা আবহাওয়ার মধ্যে মঙ্গলবার রাতভর উদ্ধার অভিযান চলতে থাকে। উদ্ধারকারীরা বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। কেননা সময় যত গড়াচ্ছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনাও ফুরিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে সংশ্লিষ্টরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img