শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

“বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩” এর ১ম পর্বের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে জ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতার ১ম পর্বের বাছাই পরীক্ষা সম্পন্ন হয়েছে গতকাল।

কুরআন সুন্নাহ ও বাংলাদেশ ও বিশ্ব সংক্রান্ত জ্ঞানে পারদর্শী কয়েক হাজার প্রতিযোগী রেজিষ্ট্রেশন করেছিলেন। রেজিষ্ট্রেশনকারীদের নিয়ে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ৩টায় অনলাইনের মাধ্যমে ১ম পর্বের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিক্ষায় সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ৬৯০ জন প্রতিযোগীকে পরবর্তী আঞ্চলিক বাছাইয়ের জন্য নির্বাচন করা হয়। উত্তীর্ণ এসকল প্রতিযোগীরা দেশের ১২ টি অঞ্চলে পরবর্তী অডিশনের লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশ নেবেন।

পরীক্ষাসমূহে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন স্থানিয় আলেমেদ্বীন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আলিয়া ও কওমী মাদরাসার শিক্ষকসহ দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ। অডিশন রাউন্ডে ইসলামিক আইকনের প্রতিনিধিসহ আর টিভির একটি বিশেষ টিম উপস্থিত থাকবেন।

বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের আর টিভিসহ ৪০টি গণমাধ্যমে প্রচার হবে। জ্ঞান যুদ্ধের আঞ্চলিক পর্যায়ে এই ৬৯০ জনের লড়াই শেষে ৩য় বারের মতো লড়াইয়ের জন্যে দেশ সেরা মেধাবীদের মধ্য থেকে ১৫০ জন পাবেন ইয়েস কার্ড। এই ১৫০ ইয়েস কার্ড অর্জনকারীদের মধ্য থেকে ২৭ জন পাবেন সিলেকশন কার্ড।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img