শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জনসমক্ষে কুরআন অবমাননা করলে শাস্তির সম্মুখীন হতে হবে: ফিনল্যান্ড পুলিশ

সুইডিশ, ডাচ ও ডেনিশ রাজনীতিবিদদের জনসমক্ষে পবিত্র কোরআনের অবমাননা করার বিষয়ে বিশ্বব্যাপী ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার পর ফিনল্যান্ডের পুলিশ এই জঘন্য ও ইসলাম বিরোধী কাজের পুনরাবৃত্তি রোধে তাদের আইন ঘোষণা করেছে। ফিনিশ পুলিশ জানিয়েছে তারা জনসমক্ষে কুরআন পোড়ানোর অনুমতি দেবে না। ফিনল্যান্ডের আইন বলে যে ধর্মের পবিত্র গ্রন্থের অবমাননা একটি শাস্তিযোগ্য অপরাধ।

গত সোমবার (৩০ জানুয়ারি) ফিনল্যান্ডের জাতীয় পুলিশ বোর্ড এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।

বিবৃতিটি অনুসরণ করে ফিনিশ বার্তা সংস্থা জানিয়েছে, “ফিনিশ আইনে বলা হয়েছে ধর্মীয় শান্তি লঙ্ঘন করা একটি শাস্তিযোগ্য অপরাধ।”

ফিনিশ পুলিশ জোর দিয়ে বলেছে, “জনসমক্ষে ধর্মীয় ধর্মগ্রন্থ পোড়ানো বা অপবিত্র করা এই অপরাধের একটি উদাহরণ যার শাস্তি হবে।

উল্লেখ্য, ফিনিশ পুলিশের এ বিবৃতি প্রকাশের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img