শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ইউএস বাংলার যশোরগামী ফ্লাইটে এক চিকিৎসকের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ করেছে ‘এভিয়েশন সিকিউরিটি ফোর্স’ (এভসেক)-এর সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের এন্টি হাইজ্যাক পয়েন্টে নিরাপত্তা তল্লাশিতে স্ক্রিনিংয়ের সময় এগুলো ধরা পড়ে।

এদিন সকালে ফ্লাইটে উঠার আগে সবর্শেষ চেকিং- এন্টি হাইজ্যাক পয়েন্টে স্ক্রিনিংয়ে ডা. মাহিনুর তাজনীনের হ্যান্ড ব্যাগে ৫ রাউন্ড গুলির অস্তিত্ব শনাক্ত হয়।

ডা. তাজনীন রাজধানীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক।

এভসেক পরিচালক মো. আলী আজম গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী কারো কাছে বৈধ কোনো অস্ত্র বা গুলি থাকলে প্রবেশের সময় হেভি লাগেজ পয়েন্টে নিরাপত্তা কর্মীদের অবিহত করতে হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ বক্সে পিস্তল বা গুলি ভরে পাইলটের কাছে জমা দেয়। বিমানটি গন্তব্যস্থলে পৌঁছানোর পরে পাইলট ওই অস্ত্র বা গুলি যাত্রীকে বুঝিয়ে দেন।

তিনি বলেন, হয়তো বিষয়টি এই দম্পতি জানতেন না। যে কারণেই অজ্ঞাতসারেই তারা প্রাথমিক চেকিং পার হয়ে যান।

এভসেক পরিচালক জানান, অস্ত্রের লাইসেন্স আছে কিনা ও কোনো অসৎ উদ্দেশ্যে গুলি বহন করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, বিমানবন্দরের প্রবেশপথে প্রাথমিক চেকিংয়ে হেভি লাগেজ পয়েন্টে গুলির অস্তিত্ব ধরা না পড়ার কারণ তদন্ত করা হবে।

এ ঘটনায় সংশ্লিস্ট স্ক্যানারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img