শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বি-বাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে ৭ মামলা দায়ের

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররমে তাওহীদি জনতার ওপর পুলিশ-সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে একই দিন এবং ২৭ ও ২৮ মার্চ হেফাজতের চলমান কর্মসূচি পালনকালে বি.বাড়িয়ায় হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে ৭টি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিম ৫টি মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।

৩টি মামলায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত সাড়ে ৬ হাজারকে আসামি করেছে। এছাড়া আনসার, ভিডিপি ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার অভিযোগ এনে একাধিক মামলা করা হয়েছে।

এদিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর টোল প্লাজা ও টোল প্লাজার পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে আশুগঞ্জ থানায় ২টি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, মোদি বিরোধী আন্দোলনে হেফাজত নেতাকর্মী ও তাওহীদি জনতার সাথে আওয়ামী লীগ, পুলিশ এবং বিজিবির সংঘর্ষে সবচেয়ে বেশি সংখ্যক হেফাজত নেতাকর্মী নিহত হয়েছেন বি-বাড়িয়ায়।

এ হামলায় এখনো অসংখ্য হেফাজতকর্মী আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img