শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

যুদ্ধ বন্ধে জিনপিংয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করব : পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, যুদ্ধ বন্ধে জিনপিংয়ের পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করব।

গতকাল সোমবার (২০ মার্চ) রাশিয়ার রাজধানী মস্কোতে জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ কথা জানান পুতিন।

জিনপিংয়ের সফরের প্রথম দিনেই ক্রেমলিনে চার ঘণ্টারও বেশি সময় ধরে অনানুষ্ঠানিক বৈঠক করেন দুই নেতা। এ সময় একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন তারা।

পুতিন বলেন, জিনপিংয়ের নেতৃত্বে চীনের ব্যাপক উন্নতি দারুণ প্রশংসনীয়। আলোচনা করতে আমরা সব সময়ই আন্তরিক

বৈঠকে জিনপিং বলেন, ‘পুতিনের দৃঢ় নেতৃত্বে দেশটি যে অভূতপূর্ব উন্নতি করেছে, তাতে রাশিয়ার জনগণ পুতিনকে সমর্থন অব্যাহত রাখবে।’ বৈঠকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img