শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

হায়দারাবাদের নাম বদলে ‘ভাগ্য নগর’ করতে চায় বিজেপি!

ক্ষমতায় আসার পর ভারতে মুসলিম নামযুক্ত শহরগুলির নাম পরিবর্তন করে যাচ্ছে বিজেপি সরকার।

এবার ভারতের দখলে চলে যাওয়া নিজামের দেশ হায়দারাবাদের বিখ্যাত শহর হায়দারাবাদের নাম পরিবর্তন করার ইংগিত দিয়েছেন নরেন্দ্র মোদী।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দারাবাদে বিজেপির এক সভায় ভাষণ দেওয়ার সময় হায়দারাবাদকে ”ভাগ্য নগর” বলে উল্লেখ করেন। এর পর শুরু হয়েছে নতুন বিতর্ক।

এর আগে, চরমপন্থী হিন্দু দল আরএসএস এবং ক্ষমতাসীন বিজেপির স্থানীয় নেতারাও হায়দারাবাদের নাম পরিবর্তন করে ভাগ্য নগর করার দাবি জানিয়েছিল।

চরমপন্থী হিন্দুদের দাবি হায়দারাবাদের আসল নাম ভাগ্য নগর।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রঘুবর দাস বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দারাবাদের নাম বদলে ভাগ্য নগর করা হবে।

উল্লেখ্য, এর আগে মোদী সরকার ফাইজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা এবং এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ রাজ করেছে।

অন্যদিকে, মহারাষ্ট্র রাজ্য সরকারও সম্প্রতি দুটি শহরের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে, যার পরে ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে সম্ভাজি নগর এবং উসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হবে ধারা শিব।

সূত্র : জিয়ো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img