শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরাইলকে অবৈধ বসতি স্থাপন স্থগিত রাখতে বললেন এরদোগান

ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ স্থগিত রাখার জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

রোববার এক টেলিফোন আলাপে তিনি আশা করেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত আল-আকসা মসজিদের মর্যাদা রক্ষা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ না করার নীতি অনুসরণ করা হবে।

নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর আগামী ১ নভেম্বর ইসরাইলে নতুন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব পালন করবেন।

১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে ইসরাইল পূর্ব বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীর দখল করে নেয়। সেই থেকে এ পর্যন্ত এসব ভূখণ্ডে হাজার হাজার অবৈধ বসতি নির্মাণ করেছে ইহুদিবাদী ইসরাইল যেখানে সাত লাখের বেশি ইহুদি বাস করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার ইসরাইলের এই তৎপরতার নিন্দা করেছে এবং এসব বসতি স্থাপনকে অবৈধ বলে ঘোষণা করেছে। কিন্তু ইসরাইল বসতি নির্মাণ কর্মর্কাণ্ড থেকে সরে আসেনি।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img