শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তার সাথে আফগান অর্থমন্ত্রীর বৈঠক

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের অর্থমন্ত্রী ক্বারী দ্বীন মোহাম্মদ হানিফ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফায়েলা আইওডিসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) কাবুলে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে, কাবুলের ইইউ চার্জ ডি অ্যাফেয়ার্স রাফায়েলা বলেছেন, ইইউ দীর্ঘমেয়াদী ভাবে আফগান সরকার ও জনগণের সাথে থাকার চেষ্টা করছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনমতো সহায়তা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আফগান নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র বিষয়ে তিনি বলেন, “আমরা আশা রাখি এই সমস্যাগুলি দ্রুত সমাধান হবে।”

বৈঠকে আফগান অর্থমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন, “এই ধরনের সহায়তা দীর্ঘমেয়াদী ভাবে আফগান জনগণের সমস্যার সমাধান করতে পারবে না। তবে এই সহায়তা গুলো একটি উন্নয়নে রূপ নিতে পারে। যেমন বিদ্যুৎ তৈরির জন্য বাঁধ নির্মাণ, কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধন ও আফগান পণ্য সংরক্ষণের জন্য মানসম্মত কোল্ড স্টোরেজ তৈরি।”

এছাড়াও তিনি আশা প্রকাশ করছেন বর্তমান বিশ্ব আফগানিস্তানের ইসলামী ইমারাতের সাথে যোগাযোগ ও দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img