শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইজতেমার ময়দান হস্তান্তর; কোটি টাকার সামান চুরির অভিযোগ আলমি শূরার

টঙ্গীর তুরাগ তীরে ৫৬তম বিশ্ব ইজতেমা শেষে আলমি শূরার কাছে মাঠ হস্তান্তর করেছে প্রশাসন। মাঠ বুঝে পেয়ে ইতোমধ্যে পরিস্কার ও ইজতেমার ময়দানে ব্যবহৃত সামান সংরক্ষনের কাজ শুরু করেছে তারা। তবে ময়দান থেকে কোটি টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করছেন আলমি শূরার দায়িত্বশীলগণ।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আলমি শূরার দায়িত্বশীল মুরুব্বিদের কাছে ইজতেমার ময়দান বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিল্লির মাওলানা সা’দ অনুসারীদের প্রতিনিধি ও আলমি শূরার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, নাদিম মাহমুদ, ডাক্তার শাহাবুদ্দিন প্রমুখ।

তাবলীগের আলমি শূরার একজন সাথী দাবি করেন, ইজতেমায় ব্যবহৃত কার্পেট, চুলা, ফ্রীজসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে।

তিনি বলেন, বিশ্ব ইজতিমায় আমাদের পর্ব শেষ হওয়ার পর প্রশাসনের কাছে আমরা ময়দান বুঝিয়ে দিয়েছিলাম। সেই মোতাবেক প্রশাসন আমাদের সামান সংরক্ষণের এরিয়া সিলগালা করে দেয়। মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমায় তাদের পর্ব চলাকালীন ময়দানের ভেতরে অবস্থিত মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী’র মূল গেইট ও আমাদের সামানা সংরক্ষণের রুমগুলো ভেঙ্গে মালামালগুলো নিয়ে গেছে।

অন্য আরেকজন তাবলীগের সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আলমি শূরার তত্বাবধানে হওয়া ইজতেমার পর জেলা-প্রশাসক, ম্যাজিস্ট্রেট এবং আমাদের মুরিব্বিদের উপস্থিতিতে মালামাল সংরক্ষণের ঘরগুলো সিলগালা করা হয়েছিল। এসময় ভিডিও ধারণ করেও রাখা হয়েছে। মাওলানা সা’দ অনুসারীরা সেই তালা ভেঙ্গে আমাদের কোটি টাকার মালামাল নিয়ে গেছে। আমাদের সবগুজারি পয়েন্টও সিলগালা করেছিল প্রশাসন। তারা সেটিকেও ভেঙ্গে মালমাল লোট করেছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতে সিদ্ধান্ত হয়েছিল, মালামাল সংক্ষণের জন্য নদীর পশ্চিম পাড়ে তাদের এবং ময়দানের ভেতর মাদরাসা সংলগ্ন ঘরগুলোতে আমাদের কিছু কক্ষ বন্ধ থাকবে। আমরা তাদের বন্ধ কক্ষগুলোর ধারে কাছেও যাইনি, অথচ তারা প্রশাসনের আইন অমান্য করে আমাদের মালামাল সংরক্ষণের ঘরগুলো ভেঙ্গে সেগুলো থেকে কোটি টাকার মালামাল নিয়ে গেছে।

এই ব্যাপারে আলমি শূরার দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান বলেন, প্রশাসনের সাথে এই ব্যাপারে কথা হয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছেন। দায়িত্বরত ওসি বলেছেন, এত বড় একটি দ্বীনি মজলিসে এমন হবে আমার জানা ছিল না। সেই সাথে এই ঘটনার তদন্ত হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img