শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভারত ও পাকিস্তানের উচিত আলোচনায় বসে কাশ্মীর সমস্যার সমাধান করা : শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার টেবিলে বসে কাশ্মীর সমস্যার সমাধান করা।

তিনি বলেন, ভারতীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বার্তা হল, আসুন আমরা আলোচনার টেবিলে বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিক আলোচনা করি।

আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আহ্বান জানান।

এ সময় শেহবাজ শরিফ বিশ্বকে মনে করিয়ে দিয়ে বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং তাদের একে অপরের সঙ্গেই থাকতে হবে।

তিনি আরও বলেন, এটা আমাদের উপর নির্ভর করে যে শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং অগ্রগতি করা বা একে অপরের সাথে ঝগড়া করা এবং সময় এবং সম্পদের অপচয় করা। ভারতের সাথে আমাদের তিনটি যুদ্ধ হয়েছে এবং তা জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে। (এসব থেকে) আমরা আমাদের শিক্ষা নিয়েছি। আমরা শান্তিতে থাকতে চাই, যদি আমরা আমাদের প্রকৃত সমস্যাগুলো সমাধান করতে পারি।

শাহবাজ বলেন, আমরা দারিদ্র্য দূর করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলাবারুদে আমাদের সম্পদ নষ্ট না করতে চাই, আমি প্রধানমন্ত্রী মোদীকে এই বার্তাই দিতে চাই।

সূত্র: ডন
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img