শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

হেফাজত আমীরের নামে প্রকাশিত খবর প্রসঙ্গ

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে ‘এবি পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও দলটি কর্তৃক আমীরে হেফাজতের বক্তব্য সহ দেওয়া প্রেস রিলিস প্রসঙ্গে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর প্রেস বিষয় পরামর্শক শায়েখ হারুন আজিজ নদভী বলেছেন, গত ৩১ জুলাই বাবুনগর মাদরাসায় আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ করতে একদল মেহমান আসেন। তারা বিশেষ কোন দলের পক্ষ থেকে নয়, বরং অন্যান্য সাধারণ মেহমানের মতই আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাদের মেহমানদারী ও কুশল বিনিময় করেন।

পরবর্তীতে আমরা জানতে পারি আগত মেহমানরা ‘এবি পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ”হেফাজতের আমিরের সাথে এবি পার্টির নেতাদের মতবিনিময়” ও ”দেশে গণতন্ত্রের নামে অস্ত্রতন্ত্র চলছে: হেফাজতের আমির” শিরোনামে কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এই বিষয়ে শায়েখ হারুন আজিজি নদবী বলেন আমীরে হেফাজত কোন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেননি। সাধারণ মেহমান হিসেবে আগত অতিথিদের মেহমানদারী করেছেন।

আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বারবার বলেছেন, হেফাজতে ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এর সাথে কোন রাজনৈতিক দল বা এজেন্ডার সম্পর্ক নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img