বৃহস্পতিবার, মে ২, ২০২৪

ভারতে চলন্ত ট্রেনে তিন মুসলিমকে নৃশংসভাবে হত্যা করল রেলওয়ে পুলিশ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে পালঘর রেলওয়ে স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কনস্টেবল চারজনকে গুলি করে হত্যা করেছে। যার মধ্যে একজন তার উদ্ধ্বতন কর্মকর্তা অপর তিন জন মুসলিম সম্প্রদায়ের।

সোমবার (৩১ জুলাই) চলন্ত ট্রেনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় হত্যাকারী চেতন সিং মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলছে, “যদি ভারতে থাকতে হয়, যদি ভোট দিতে হয়, তাহলে অবশ্যই নরেন্দ্র মোদি ও যোগিকে দিতে হবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় নিহতদের নাম আব্দুল কোয়াদ্রিভাই, আখতার আব্বাস আলী ও সাদর মুহাম্মাদ হোসেন।

ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানিয়েছে, নিয়ম অনুযায়ী সিনিয়র অফিসার ও কনস্টেবলদের সমন্বয়ে একটি দল সবসময় ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে। সোমবার জয়পুর মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনের দায়িত্বে নিয়োজিত ছিল চেতন সিং। ট্রেনটি পালঘর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় চেতন সিং চারজন ব্যক্তিকে হত্যা করে। এসময় তিনি একেএম বন্দুকের ব্যাবহার করেন। যেখানে সর্বমোট ১২ রাউন্ড গুলি চালানো হয়।

চারজনকে হত্যা করে পরবর্তী স্টেশন থেকে নেমে চেতন সিং পালানোর চেষ্টা করে। এ সময় তাকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার নিন্দা জানিয়ে নিখিল ভারত মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “বিজেপি নেতারা মুসলিমদের লক্ষ্য করে যেসব ঘৃণমূলক বক্তব্য দেয় এটি তারই ফলাফল।”

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img