শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের প্রতিবাদী মিছিল থেকে গ্রেফতার ২

গণকমিশন নামক বিতর্কিত সংগঠন কর্তৃক ১১৬ জন আলেমের শ্বেতপত্র প্রকাশের প্রতিবাদে সিলেটে মিছিল বের করে জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশী বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

মঙ্গলবার (১৭ মে) বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলায় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ দাবী করেন, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালী থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। পুলিশের উপর আক্রমণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img