শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বড় ধরনের যৌথ সামরিক মহড়ার মাঝেই একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

বুধবার (২১ মার্চ) উত্তর কোরিয়ার পূর্ব সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পূর্ব সাগরে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দক্ষিণ কোরিয়া-মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে।

পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির রেকর্ড-ভাঙা বছরের পর সিউল এবং ওয়াশিংটন নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছে। গত ১৩ মার্চ থেকে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img