শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

কাশ্মীরীকে হত্যা করল ভারতীয় পুলিশ; সন্তানের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ

দখলকৃত কাশ্মীরে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় পুলিশ। হত্যার শিকার ওই সন্তানের লাশ চাওয়ায় তার বাবা মোশতাক আহমদ ওয়ানীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশ।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠে মোশতাকের ১৬ বছর বয়সী ছেলে আতহার ও তার দুই বন্ধুকে গুলি করে হত্যা করে ভারত নিয়ন্ত্রিত পুলিশ। তাদের বিরুদ্ধে কথিত আত্মসমর্পণে অস্বীকৃতির অভিযোগ আনা হয়। পরে গ্রাম থেকে ১১৫ কিলোমিটার দূরে একটি কবরস্থানে পরিবারের সম্মতি ছাড়াই তাদের দাফন করা হয়।

জানা যায়, নিহতরা কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধা ছিল না জানিয়ে লাশ ফেরত চেয়েছেন নিহতদের স্বজনরা। মিথ্যা অভিযোগ এনে যুবকদের হত্যা করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

আতহার আহমদের হত্যাকাণ্ড ও দাফনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কাশ্মীরী নাগরিকরা এর প্রতিবাদ করে মৃতদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img