শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইসলাম প্রচারে ফুটবল বিশ্বকাপকে যেভাবে কাজে লাগাচ্ছে কাতার

এই প্রথম কোনো মুসলিম দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল বিশ্বকাপকে পুঁজি করে কয়েক লাখ দর্শণার্থীদের কাছে ইসলামের মাহাত্ম্য তুলে ধরছে আয়োজিত দেশ কাতার। ইসলাম সম্পর্কে বৈশ্বিক ভূল ধারণা পরিবর্তন করার চেষ্টা করছে তারা।

কানাডীয় দম্পতি ডোরিনেল পোপা ও ক্লারা পোপা বিশ্বকাপ ফুটবল দেখতে এখন কাতারে অবস্থান করছেন। তাঁরা দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখছেন। যার মধ্যে কাতারের রাজধানী দোহার কাটরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত নীল মসজিদও রয়েছে।

৫৪ বছর বয়সী ব্যাংকার ডোরিনেল বলেন, তাঁরা এই প্রথম ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হচ্ছেন।

ডোরিনেল আরো বলেন, পরিচিতির অভাবের কারণে ইসলামের সংস্কৃতি ও ধর্মাবলম্বীদের ব্যাপারে তাঁদের ভুল ধারণা রয়েছে।

ডোরিনেলের স্ত্রী ক্লারা পোপা পেশায় একজন চিকিৎসক। তিনি বলেন, ইসলাম সম্পর্কে তাঁদের মধ্যে এতদিন যে ধরনের চিন্তাভাবনা ছিল, তা হয়তো এখন পরিবর্তন হবে।

নীল মসজিদের তত্ত্বাবধানে রয়েছে কাতার গেস্ট সেন্টার। মসজিদটির বাইরে রয়েছে অ্যারাবিক কফি ও খেজুরের ব্যবস্থা। পাশাপাশি ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানার জন্য বিভিন্ন ভাষায় পুস্তিকা রয়েছে। মসজিদটির কাছেই স্বেচ্ছাসেবী একটি দল অবস্থান করছে।

স্বেচ্ছাসেবকদের মধ্যে সিরিয় নাগরিক জিয়াদ ফাতেহ বলেন, কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ হলো লাখো মানুষকে ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইসলাম সম্পর্কে মানুষের ‘ভুল’ ধারণা পাল্টে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ।

সোমায়া নামের এক ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক জানান, অধিকাংশ দর্শনার্থীরা পর্দা, বহুবিবাহ ও নারীরা নির্যাতিত হন কি না, এসব নিয়ে প্রশ্ন করছেন।

কাতারের পার্ল জেলায় অনেক প্রবাসী বসবাস করেন। এই এলাকায় অনেক ব্যয়বহুল ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্ধৃতি দিয়ে উত্তম নৈতিকতা গঠনের আহ্বান জানানো হচ্ছে।

কাতারের উচ্চমানের শপিং মলগুলোতেও ইসলাম প্রচারের নানা উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন।

কাতারে অবস্থিত সুক ওয়াকিফ বাজারে প্রতিদিন হাজারো ফুটবল অনুরাগী জড়ো হন। সেখানের একটি অংশে ইসলাম সম্পর্কে লেখা বই বিনা মূল্যে বিতরণের জন্য রাখা আছে। সেখানে একটি স্থানে লেখা হয়েছে: ‘আপনি যদি সুখের সন্ধান করেন…তবে তা ইসলামেই পাবেন।’

সুক ওয়াকিফ বাজারের কাছেই অবস্থিত শেখ আবদুল্লাহ বিন জায়েদ ইসলামিক কালচারাল সেন্টার। এটি দর্শনার্থীদের জন্য ১২ ঘণ্টা খোলা থাকছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ আইনের অধ্যাপক সুলতান বিন ইবরাহীম আল হাশেমি। তিনি ভয়েস অব ইসলাম রেডিও স্টেশনেরও প্রধান। তিনি বলেন, ইসলামোফোবিয়া মোকাবিলায় এই আয়োজনকে কাজে লাগানো উচিত।

এছাড়াও বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন ইসলাম ধর্ম প্রচারককে নিয়ে এসেছে কাতার।

সূত্র : ডেইলি সাবাহ ও এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img