শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতির দাফন সম্পন্ন

ভোলায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টায় ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে দ্বিতীয় জানাজা নামজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, সম্পাদক হারুন অর রশিদ ট্রু ম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে আটটার দিকে নুরে আলমের মরদেহ ভোলায় পৌঁছায়। এসময় বিএনপির নেতা–কর্মীরা লাশের গাড়ি নিয়ে শহরে বিক্ষোভ করেন।

নেতা–কর্মীরা নুরে আলমের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িসহ কয়েক শ মোটরসাইকেল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ।

গত ৩১ জুলাই বিএনপির তেল গ্যাসসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচিতে ভোলায় পুলিশের গুলিতে আহত হয় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। গুরুতর আহত অবস্থায় নুরে আলমকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল দুপুরে ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বরিশাল হয়ে সড়ক পথে তার মরদেহ ভোলায় আনা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img