শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ছাত্রজীবনে টাকা না থাকায় টিকেট কাটেননি ; ৪ বছরের ট্রেনের ভাড়া পরিশোধ করলেন নওশের আলী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নওশের আলী শেখ জানিয়েছেন, ছাত্রজীবনে চার বছর ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করে কলেজ করেছেন তিনি। কখনো টাকা না থাকার কারণে, আবার কখনো দ্রুত ট্রেন ধরার জন্য টিকিট কাটা হয়নি। ওই চার বছরের ট্রেনের টিকিটের টাকা বৃদ্ধ বয়সে এসে পরিশোধ করলেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজবাড়ী স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্তের হাতে তিনি পাঁচ হাজার টাকা তুলে দেন।

মো. নওশের আলী জানান, তার বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর বেতেঙ্গা গ্রামে। তিনি ১৯৬৯ সালে গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর এইচএসসিতে ভর্তি হন রাজবাড়ী সরকারি কলেজে। সেখান থেকে ১৯৭১ সালে এইচএসসি পাস করে একই কলেজে ডিগ্রিতে ভর্তি হন। এরপর ১৯৭৩ সালে রাজবাড়ী কলেজ থেকে ডিগ্রি পাস করেন।

তিনি বলেন, ছাত্র থাকার সময় যে কয়েক দিন কলেজে এসেছি সব দিনই বিনা টিকিটে এসেছি। হঠাৎ আমার মনে হলো, ছাত্র থাকার সময় পকেটে পয়সা ছিল না। কিন্তু এখন আমার টাকা আছে। তাই বিবেকের দংশন থেকে ওই টিকিটের টাকা পরিশোধের চিন্তা মাথায় আসে।

রাজবাড়ী স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, নওশের সাহেব এসে জানালেন, ছাত্র জীবনে তিনি বিনা টিকিটে ট্রেন কলেজ করতেন। ওই টাকা এখন দিতে চান। তিনি পাঁচ হাজার টাকা দেন। আমরা নওশের সাহেবকে পাঁচ হাজার টাকার টিকিট কেটে দিয়েছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img