শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমেরিকা তাইওয়ানের চারপাশে আগুন নিয়ে খেলছে: ল্যাভরভ

আমেরিকা তাইওয়ানের চারপাশে আগুন নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে নিজের ভাষণে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

অন্যদিকে চীন বলেছে, তারা গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে শান্তিপূর্ণ পুনর্মিলন করার জন্য চাপ দেবে এবং যেকোনো বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ নেবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। আমেরিকা ও চীন বিভিন্ন সময়ই এ বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছে। তবে গত আগস্টে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর সেই উত্তেজনা আরও বেড়ে যায়।

এমনকি চীন তাইওয়ানে হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে বলে গত সপ্তাহে হুংকার দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর এরপরই জাতিসংঘে চীনের পক্ষ নিয়ে ওয়াশিংটনকে আগুন নিয়ে খেলার বিষয়ে অভিযুক্ত করলেন ল্যাভরভ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img