শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কানাডায় শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনার আঘাত

কানাডার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা। ঝড়ের প্রভাবে গাছ ও বিদ্যুতের খুঁটি উড়ে গেছে এবং কয়েক হাজার বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রোববার (২৫ সেপ্টম্বর) ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এই তথ্য জানিয়েছে।

এনএইচসি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লরেন্স উপসাগরের তীরবর্তী নোভা স্কটিয়ায় রয়েছে। নোভা স্কটিয়া ও প্রিন্স এডওয়ার্ড দ্বীপে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

ফিওনা প্রায় এক সপ্তাহ আগে পুয়ের্তো রিকো এবং ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য অংশের ওপর দিয়ে আঘাত হানার পর এগুতে শুরু করে। এটি ক্যানসো ও গুইসবোরো, নোভা স্কটিয়ার মধ্যে আঘাত হানে শনিবার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img