শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

লংমার্চ নিয়ে ২৬ নভেম্বর পিন্ডিতে পৌঁছানোর ঘোষণা ইমরান খানের

আগামী ২৬শে নভেম্বর লংমার্চ নিয়ে রাওয়ালপিন্ডিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (১৯ নভেম্বর) তিনি এই ঘোষণা দেন।

ইমরান খান বলেন, যারা আমাকে হত্যা করতে চেয়েছিল তারা এখনো স্বপদে বহাল। আমার উপরে এমন জুলুম করা হয়েছে যেনো আমি পাকিস্তানি নই! সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমি মামলা করতে পারেনি।

ইমরান বলেন, আমি জানতাম তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। তারপরও আমি (আন্দোলনে) নেমেছি।

সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেন, ”গোলামীর চেয়ে মৃত্যু ভালো।”

ইমরান খান বলেন, আমার আমলে তিনটি লংমার্চ হয়েছে। আমরা তাদের বাধা দেইনি, তাদের নামে মামলা করেনি, তাদের পথে কন্টেইনার রাখেনি। আমাদের আমলে আইন ও সংবিধান অনুযায়ী দেওয়া অধিকার আমরা দিয়েছি।

জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেন, পাকিস্তানিরা এবার নিরপেক্ষ থাকবেন না। তাহলে আপনাদের আগামী প্রজন্ম আফসোস করবে।

দলের কর্মী ও পাকিস্তানের জনগণকে ২৬ তারিখ রাওয়ালপিন্ডিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ”এবার দেখা হবে পিন্ডিতে।”

সূত্র : ডেইলি জঙ্গ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img