শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মুফতী রাফি উসমানীর ইন্তেকালে ইমরান খানের শোক

পাকিস্তানের মুফতী আজম ও দারুল উলুম করাচীর মুহতামিম মুফতী রাফি উসমানীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ শনিবার (১৯ নভেম্বর) এক টুইট বার্তায় ইমরান খান বলেন, মুফতী তাক্বী উসমানীর বড় ভাই, দারুল উলূম করাচির প্রধান বিশিষ্ট ও আলেম মুফতী রাফি উসমানীর ইন্তেকালের খবরে আমি শোকাহত। তিনি তার শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবারের প্রতি আমি দোয়া ও সমবেদনা জানাই।

উল্লেখ্য; পাকিস্তানের গ্র্যান্ড মুফতী বা মুফতী আজম মুফতী রাফি উসমানী শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০টার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মুফতী রাফি উসমানীর বয়স হয়েছিল ৮৬ বছর। মুফতী রাফি উসমানী বেফাকুল মাদারিস আল আরাবিয়া পাকিস্তানের পৃষ্ঠপোষক ছিলেন।

তিনি ১৯৩৬ সালের ২১ জুলাই অখণ্ড ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন। মুফতী রাফি উসমানী অখণ্ড পাকিস্তানের মুফতীয়ে আজম মুফতী শফি রহ.-এর বড় সাহেবজাদা ও বিশ্ব বিখ্যাত আলেম মুফতী তাক্বী উসমানীর বড় ভাই ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img