শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইমরান খানের বাসভবনে পুলিশের অভিযান, গ্রেফতার ২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বাসভবনে হামলা চালিয়েছে পুলিশ। এসময় পিটিআই’র অন্তত ২০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে তোশাখানা মামলার শুনানির জন্য লাহোর আদালতে হাজির হতে বাসভবন থেকে ইমরান খানের বের হওয়ার পরপরই তার বাসভবনে হানা দেয় পাঞ্জাব পুলিশ।

এ ঘটনার একাধিক ভিডিও ফুটেজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসভবনের ভেতরে ঢুকে ইমরান খানের সমর্থকদের বেদম প্রহার করছে পুলিশ। লাঠিচার্জের চোটে দিগ্বিদিক পালাচ্ছে কর্মী-সমর্থকরা।

ফুটেজে আরও দেখা গেছে, বাসভবনের প্রধান ফটক ভেঙে বাসভবনে প্রবেশ করছে পুলিশ। এরপর পিটিআই’র বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। জিও নিউজের প্রতিবেদন মতে, অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাসভবনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই নেতা ইমরান খান। হামলার পর এক টুইট বার্তায় তিনি বলেন, পাঞ্জাব পুলিশ আমার জামান পার্কের বাসায় হামলা চালিয়েছে। সেখানে আমার স্ত্রী বুশরা বেগম রয়েছেন। কোন আইনে তারা হামলা চালাচ্ছে?

তবে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানের সময় ইমরান খানের বাড়ির ভেতর থেকে নেতাকর্মীরা তাদের ওপর পেট্রল বোমা ছোড়ে।

সূত্র : ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img