শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৫ টিটিপি সদস্য নিহত, গ্রেফতার ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ৫ জন সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) এক বিবৃতিতে পাক সেনাবাহিনী এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের পর নিহত সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, পাঞ্জাব কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) জানায়, পৃথক ৩ টি অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩ মাসে পাক-নিরাপত্তা বাহিনী ৬ হাজার ৯২১ টি অভিযান পরিচালনা করেছে। যেখানে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে। গ্রেফতার হয়েছে ১ হাজার ৭ জন।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে টিটিপির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে ২০২২ সালের ৯ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। শান্তিচুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে অভিযান বৃদ্ধি করেছে তারা।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img